জমি দখলের জন্য মন্দির ভাংচুরের অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪

আজিজ।ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে, ক্রয়কৃত জমি দখলের জন্য মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে মহিষকান্দি গ্রামের মৃত-হাচন আলী হাওলাদারের পুত্র নুরুল ইসলাম হাওলাদার, পশ্চিম চেঁচরী গ্রামের ছোবাহান হাওলাদারের

পুত্র মোঃ ছগির হাওলাদার, ছগির হাওলাদারের পুত্র মোঃ নয়ন সহ ৭/৮ জনের বিরুদ্ধে।

এ বিষয়ে সুধাংশু বেপারী বলেন, আমার পৈতৃক জমিতে আমাদের পারিবারিক মন্দির ছিলো, আমার পিতা মৃত রাজেন্দ্র নাথ বেপারী কিছু জমি মহিষকান্দি গ্রামের মৃত হাচন আলী হাওলাদারের পুত্র নুরুল ইসলাম হাওলাদারের কাছে বিক্রী করেছিলো, তাদের যেখান থেকে জমি দেয়া হয়েছে সেখান থেকে না নিয়ে, রাতে আমাদের জমিতে একটি ঘর তুলেছে আমরা দেখতে পেয়ে বাধা দিয়াছি তখন তারা চলে গেছে, আমরা সকলে চলে যাবার পরে নুরুল ইসলাম এবং ছগির লোকজন নিয়ে এসে তাদের উঠানো ঘর এবং আমাদের মন্দির ভেংগেছে।

এ বিষয়ে ছগির বলেন আমার সালি নুরুল ইসলাম হাওলাদারের কাছ থেকে জমি কিনেছে, তবে জমি দখল এবং মন্দির ভাংচুর এর ব্যাপারে আমি কিছুই জানিনা।