কেন্দুয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবসে আলোচনা সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মে ২০, ২০২৪ কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১৯ মে) দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা ব্লকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সালমা আক্তার । উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তারিক আজিজের সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন , তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. খায়রুল আমিন ও নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম । বক্তারা আমাদের দৈনন্দিন জীবনে সরিষা তেলের বহুমুখী ব্যবহারের কথা তুলে ধরেন । এমনকি সরিষা তেলের ঔষধি গুণাবলীর কথাও উল্লেখ করতে ভুল করেন নি । সর্বপরি সরিষা চাষের উপকারিতা ও গুরুত্ব বিবেচনায় সরিষার চাষাবাদ বৃদ্ধি করতে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয় । এ সময় উপস্থিত ছিলেন, তেল জাতীয় ফসল উৎপাদনের সাথে জড়িত ও এলাকার শতাধিক কৃষাণ কৃষাণীসহ স্থানীয় ব্যক্তিবর্গ । SHARES জেলা/উপজেলা বিষয়: