কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করলেন ৩ জন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

কোহিনূর আলম।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চতুর্থ ধাপে  নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের আজ (১৯ মে) ছিলো শেষ দিন ।

রবিবার (১৯ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন ।
ফলে চেয়ারম্যান পদে থাকলেন ৫ জন তাঁরা হলেন সালমা আক্তার, মোহাম্মদ মিজানুর রহমান মিজান, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, নূরুল আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী  ও মোঃ হুমায়ুন কবির চৌধুরী । ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মামুনুল কবির খান, মাওলানা হরুনুর রশিদ খান তালুকদার ও মোঃ ইয়াহিয়া খান । অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন জাহানারা রোজি, মোছাঃ ফাতেমা বেগম, মোসাঃ মিনা আক্তার, সেলিনা বেগম ও সুমি আক্তার ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান , প্রার্থীতা প্রত্যাহার করেছেন মোট ৩ জন । চেয়ারম্যান পদে একজন হলেন মোঃ নূরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদে দুইজন হলেন, মোঃ মোতাসিম বিল্লাহ (জেসি) ও মোঃ ইয়ার খান ।
উল্লেখ্য আগামী ৫ জুন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে এ উপজেলা পরিষদ গঠিত ।