চাটখিলে আওয়ামী লীগ প্যানেলের বিজয় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ২২, ২০২৪ মোঃ হানিফ।৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (২য় ধাপ) চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে আওয়ামী লীগের দলীয় প্যানেল বিজয়ী। এতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, ভাইস চেয়ারম্যান পদে এইচ.এম আলী তাহের (ইভু) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজিনা আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হন। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর কবির ৬৫ হাজার ৭৬৭ ভোট পেয়ে তৃতীয় বারের মত বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী জেড.এম আজাদ খান (আনারস) ৫ হাজার ২৬৭ ভোট পান। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে এইচ.এম আলী তাহের (উড়োজাহাজ) প্রতিকে ৫৮ হাজার ৮০ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুজন আহসান হাবীব সমীর (তালা) ৮ হাজার ৩৩৯ ভোট ও মো. সামছুল আলম (চশমা) ৪ হাজার ২৪০ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজিনা আক্তার (কলস) ৬৪ হাজার ১১৬ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বি শামীমা আক্তার মেরী (ফুটবল) ৫ হাজার ৮৫৩ ভোট পান। তবে তিনি ভোটের আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এদিকে নির্বাচনে নানা অভিযোগ তুলে সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিলেন চেয়ারম্যান পদে আনারস প্রতিকের প্রার্থী জেড.এম আজাদ খান। তিনি মঙ্গলবার কেন্দ্রে-কেন্দ্রে জাল ভোট দেওয়া, নির্বাচনের দায়িত্ব নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনে সংশ্লিষ্টদের বিরুদ্বে পক্ষপাতিত্বের অভিযোগ সহ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, ব্যালেট জালিয়াতি তুলে ধরে ভোট বর্জন করে ভোট বাতিলের দাবি জানিয়ে পূর্নরায় ভোট দেওয়ার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন। একই দাবিতে চাটখিল পৌর শহরের প্রধান সড়কে শতাধিক নারী সহ কয়েকশত ভোটার সড়কে বিক্ষোভ মিছিল করে। তবে নির্বাচনে কোন ধরনের সহিংসতার ঘটনা না ঘটলেও দিনভর কোন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মত ছিল না। SHARES জেলা/উপজেলা বিষয়: