পঞ্চগড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৭০০টাকা মন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪ শাহিনুর রহমান।পঞ্চগড় সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে।কৃষকেরা জমি থেকে কাঁচা মরিচ তুলার ব্যস্ত সময় পার করছে। হাঁড়িভাষা ইউনিয়নের ফুটকি পাড়া গ্রামের কৃষক শাহিনুর ও আরিফ তাদের নিজের জমিতে কাঁচা মরিচ তুলছে এবং আরো পাঁচ জন মহিলা কে সঙ্গে নিয়ে। তারা বলেন,কাঁচা মরিচের দাম বেশি হওয়াতে লাভের মুখ দেখেছেন । প্রতি মন কাঁচা মরিচ বিক্রি হচ্ছে পাইকারি দরে তিনহাজার সাতশত টাকা। কাঁচা মরিচ তুলতে প্রতি কেজি মরিচে ১০টাকা দিতে হয় কৃষক কে। তাই তো গ্রামের ছোট বাচ্চা, মহিলা,ও পুরুষেরা কৃষকের জমিতে মরিচ তুলে ভালোই টাকা উর্পাজন করছে। অমর খানা ইউনিয়নের কমলা পাড়া গ্রামের সুফিয়া বলেন আমি দিনে ২৫থেকে ৩০কেজি কাঁচা মরিচ তুলতে পারি। মরিচ তুলা টাকা দিয়ে সংসারে খরচ করি। পরিবারের তিন চার জন মিলে মরিচ তুললে, দিনে আয় হয় হাজার টাকা। মরিচ ব্যবসায়িক শাহিন বলেন গত বছরের তুলনায় দিগুণ দাম এবছরে ঢাকায় চাহিদা ও রয়েছে অনেক। পাইকার ও বেশি হওয়াতে খুশি মরিচ চাষিরা।কাচা মরিচ কৃষকের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে পাইকাররা । SHARES জেলা/উপজেলা বিষয়: