কেন্দুয়ায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৪

কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে ।

শনিবার (২৫ মে) সন্ধ্যার আগে কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে পতিত জমিতে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে । বিষ্ণুপুর গ্রামের জনৈক বাসিন্দা বলেন, কাইয়ুম  মিয়া (৫৫) গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে  মৃত্যুর কোলে ঢলে পড়ে । লাশ এখন থানায় রয়েছে । বিভিন্ন সূত্রে আরো জানা যায়, কয়েক বছর যাবত দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলে আসছিলো । যা এমন ভয়ংকর রূপ লাভ করে । মৃত্যুর পাশাপাশি উভয় পক্ষের প্রায় ২০-২৫ জনের মতো জখম হয়েছে বলেও জানা যায় স্থানীয় সূত্রে ।
স্থানীয় ইউপি সদস্য সাজু তালুকদার বলেন, লতিফ মেম্বার (সাবেক) ও ঝান্টু/শহীদুল্লাহ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় ।
 এ বিষয়ে কেন্দুয়া-আটপাড়া সার্কেল সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুঠো ফোনে জানান, এখনো পর্যন্ত কোনো মামলা হয় নি । বাদীপক্ষের তথ্যের সত্যতার ভিত্তিতে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে ।