তেতুলিয়ায় সুফলভোগী সদস্যদের আয়বর্ধনমূলক কার্যক্রম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ২৭, ২০২৪

শাহিনুর রহমান।পঞ্চগড়ে তেতুলিয়ায় রুপ কল্প ২০৪১ দারিদ্র বিমোচনে ক্ষুদ্র সঞ্চয় যোজন( পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি প্রতিষ্ঠান)তেতুলিয়া উপজেলা কার্যালয়ে সুফলভোগী সদস্যদের আয়বর্ধনমূলক কার্যক্রম ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরন প্রশিক্ষণ, ছাগল পালন ও খামার ব্যবস্থাপনা এর উপর কেন্দ্রের নেত্রীবৃন্দ /সদস্যদের অবহিতকরণ ২৬-২৭ মে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোষে ২৫জন সদস্য অংশগ্রহণ করেন। তেতুলিয়া উপজেলা পরিষদ হল রুমে, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন রবিবার (২৬ মে) অনুষ্ঠিত হয়।

উপজেলা ব্যবস্থাপক আশিকুর রহমানের সঞ্চালনায় পঞ্চগড় সদর আঞ্চলিক ব্যবস্থাপক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশিক্ষণে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:ইউনুস আলী , পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী, সরকারি প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নবীউল করিম সরকার, পল্লী দারিদ্র ব্যবস্থাপক শাহজাহান আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা। প্রসারকে উৎসাহ দেয়া রূপকল্প ২০৪১ -এর উদ্দেশ্য।