বকশীগঞ্জে মার্কেটে আগুন দেওয়ার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪ মো: শান্ত রহমান।জামালপুরের বকশীগঞ্জে মার্কেটে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতারের দাবীতে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (২৯ মে) সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসী ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাট্রাজোর ইউনিয়নের চড়িয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে উকিল মিয়া পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে মার্কেটের ৬টি দোকান পুড়িয়ে দিয়েছে। যা সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে বলে জানান। আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী ডা. লিয়াকত হোসেন বলেন, অভিযুক্ত উকিল মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আগুন দেওয়ার প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জিন্নাহ বাজারে আগুন লাগার ঘটনায় থানায় সাধারন জিডি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লেখ্য, গত ২২ মে বুধবার রাতে বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে একটি ওষুধের দোকান, একটি ফার্মেসি, একটি কাপড়ের দোকান ও একটি টেইলার্সসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। SHARES জেলা/উপজেলা বিষয়: