ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪
মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে বুধবার (২৯ মে) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়া ও ঘূর্নিঝড় রেমালের কারণে বিদ্যুৎ বিছিন্ন থাকায়  ২৮ মে মঙ্গলবার বেলা ২ ঘটিকায়  নির্বাচনের  ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
২৯ মে বুধবার ইসির নির্বাচন পরিচালনা- ২ এর উপসচিব  মোঃ আতিকুর রহমানের স্বাক্ষরিত এক ছিটিতে  চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া  মোট ২টি উপজেলায় নির্বাচনের ভোট গ্রহন আগামী  ৫ জুন বুধবার  ২০২৪ইং তারিখে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্বান্ত প্রদান করেছেন।
উল্লেখ্য,ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থী আমির আজম রেজা ও খাজে আহমেদ মজুমদার ও ভাইস চেয়ারম্যান (পুরুষ)  ৩ প্রার্থী  আকবর হোসেন মনির, আবু সুফিয়ান শাহীন, কামরুজ্জামান সবুজ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) মাজুদা বেগম, রিনা নাছরিন, হালিমা আক্তার প্রতিদ্বন্দ্বীতা করছেন।