সালথার যদুনন্দীতে ঈদুল আযহা উপলক্ষে বিট পুলিশিং

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪

সাজ্জাদ হোসেন।আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চুরি, ডাকাতি রোধে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলার যদুনদী ইউনিয়নে বিট পুলিশিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকালে সালথা থানা পুলিশের আয়োজনে নবকাম পল্লী ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা থানার উপপরিদর্শক এসআই ও সংশ্লিষ্ট ইউপির বিট অফিসার আব্দুল হালিম, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রব মোল্লা, সাবেক উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাজ্জাদ, যুবলীগ নেতা রোমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কেউ কোনো গ্যাঞ্জাম গোলযোগে জড়াবেন না। একে অপরের সাথে ভালো আচরণ করবেন। একটি এলাকায় শান্তির শৃঙ্খলা বজায় রাখতে হলে সবার প্রতি সবার সহমর্মিতা থাকাটা জরুরী। আপনাদের যে কোন প্রয়োজনে সর্বদা থানা পুলিশ আপনাদের পাশে আছে। যেকোনো আইনের সহায়তা পেতে পুলিশকে খবর জানান।