ঠাকুরগাঁও এর পীরগঞ্জে জয়নাল পাম্পে বাইকারদের হেলমেট ছাড়াই তেল দিচ্ছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

জাহাঙ্গীর আলম।সড়ক দুর্ঘটনা এড়াতে এবং জীবন বাচাতে বাংলাদেশ পুলিশের উদ্যোগ “No Helmet, No Fuel” অর্থাৎ হেলমেট বিহীন কাউকেই তেল দেওয়া যাবে না এই কর্মসূচীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পীরগন্জে জয়নালের পাম্পে বাইকারদের তেল দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পাম্পের কর্মচারী জানান ঈদ উপলক্ষে ছাড় দেওয়া হয়েছে। পরবর্তীতে আর হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না।মানুষ একটু ঈদে ঘুরাঘুরি করবে বুঝেন তো।তাই আমরা ছাড় দিচ্ছি।এছাড়াও পীরগন্জের অন্যান্য তেলের পাম্পে গিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে।

আলম ফিলিং স্টেশন এ বাইকারদের জন্য হেলমেটের ব্যবস্থা করা হয়েছে। হেলমেট বিহীন কেউ আসলে তাদেরকে হেলমেট দিয়ে তেল দিচ্ছে। তেল নেওয়া হলে হেলমেট নিয়ে নিচ্ছে। অভিনব এই বিষয়ে জানতে চাইলে জানান যে কেউ একজন হেলমেট টা এখানে রেখে গেছে যেন সবাই তেল নিতে পারে।অন্যান্য ফিলিং স্টেশন এ একজনের হেলমেট আরেকজনকে পরিয়ে তেল দেওয়া হচ্ছে।