ঝিনাইদহে ২০ প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০ রবিউল ইসলাম: ঝিনাইদহে অধিক মুল্যে পণ্য বিক্রি, মুল্যতালিকা না টাঙ্গানোসহ নানা অপরাধে ২০ ব্যবসায় প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার শৈলকুপা, সদর, হরিণাকুন্ডুসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনাকে পুজি করে বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ব্যবসায়ী চাউল, পেঁয়াজসহ নিত্যপণ্যে অধিক মুল্যে বিক্রি করছে এমন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের ১০ টিম। এসময় শৈলকুপার হাটফাজিলপুর বাজারে ৬ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার, ভাটই বাজারে ১টি প্রতিষ্ঠানে ১০ হাজার, গাড়াগঞ্জ বাজারে ১২ টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা, সদরের নতুন হাটখোলা ও হাটগোপালপুর বাজারে ৫ টি প্রতিষ্ঠানে ৩৩ হাজার ২’শ সহ সর্বমোট ২০ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। SHARES জেলা/উপজেলা বিষয়: