মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠক করছে শীর্ষ আলেমরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

করোনা পরিস্থিতিতে দেশের মসজিদগুলোয় মুসল্লিদের জামাতে নামাজ আদায় নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে দেশের শীর্ষ আলেমরা।

ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, বৈঠকে দেশের শীর্ষ আলেমরা উপস্থিত আছেন। এছাড়াও টেলিফোনে দেশের বিভিন্ন জেলার শীর্ষস্থানীয় আলেমদের মতামত নেয়া হচ্ছে। বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত জানাবে।

সরকার জনসমাগম বন্ধের নির্দেশনা দিয়েছে। তবে মসজিদ নিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার শঙ্কায় আলেমদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মাওলানা ড. মুশতাক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি দিলাওয়ার হুসাইন, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা আবদুল মালেক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মিজানুর রহমান সাইদ, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা কাফিলউদ্দীন সরকার ও শায়খ আহমাদুল্লাহ প্রমুখ।