বাতিল হচ্ছে আইপিএল, বিসিসিআইয়ের ক্ষতি ২ হাজার কোটি টাকা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রিকেটেও। এরই মধ্যে বেশ কয়েকটি সিরিজ স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সেমিফাইনাল ও ফাইনালের আগেই স্থগিত ঘোষণা করা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল আগামী ২৯ মার্চ। কিন্তু করোনার প্রভাবে কিছুদিন পিছিয়ে সেটি ১৫ এপ্রিল করা হয়। কিন্তু ১৫ এপ্রিল আইপিএল মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। আজ ২৪ মার্চ মঙ্গলবার সকালে সব ফ্রাঞ্চাইজিদের সঙ্গে টেবিল বৈঠক হওয়ার কথা ছিল আইপিএল গভর্নিং কমিটির। কিন্তু হঠাৎই তা বাতিল হয়ে যায়৷ সূত্র মতে, যেভাবে বিষয়টি চলছে সেভাবে চলতে থাকলে টুর্নামেন্টই বাতিল হয়ে যেতে পারে। এদিকে সূত্রের খবর মে মাসে আইপিএল আয়োজনের একটা চেষ্টা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত যদি আইপিএল মাঠে না গড়ায় তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই হাজার কোটি টাকা ক্ষতি হবে। অন্যদিকে ফ্রাঞ্চাইজিগুলোর ক্ষতি হবে ১০০ কোটি টাকা। SHARES খেলাধুলা বিষয়: