‘আল্লাহ আমাদের ওপর রহম করুন’ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২০ প্রাণঘাতি করেনাভাইরাস নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। শুরুটা হয়েছিল চীন থেকে। তবে চীনের প্রাচীর ভেঙে করেনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। বর্তমানে উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে ইউরোপের দেশগুলো। বিশেষ করে ইতালিতে। দু’দিন আগে দেশের এই ক্রান্তিলগ্নে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে হতাশা ও ভেঙে পড়ার সুরে এক টুইট করেছিলেন, যা হৃদয় ছুঁয়ে গিয়েছিল বিশ্বের সমস্ত মানুষের। তার সেই টুইটের শেষ অংশে তিনি বলেছিলেন, ‘পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। এখন একমাত্র সমাধান আকাশের কাছে।’ এবার এমনই এক বার্তা দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি মুর্তজা। পরশু ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের যদি এমন সংকট আসে, আল্লাহ না করুক, কী হতে পারে আমরা সবাই বুঝতে পারছি। তাই এই মুহ‚র্তে করণীয় অনেক কিছু আছে, যেগুলো আমি মনে করি যে, আমাদের সবারই করা উচিত। এক হচ্ছে, ঘরে বসে আল্লাহকে ডাকা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহকে বলা যে, আমাদের উপর রহমত করুন। এই ধরনের দুর্যোগ থেকে আমাদের সহযোগিতা করুন। কারো যেন বিপদ না হয়, সবাই যেন সুস্থ থাকি।’ এ অবস্থায় ভেঙে না পরে সচেতন থাকার আহবান জানিয়েছেন এই তারকা, ‘আমাদের অবশ্যই করণীয় আছে। যেটা হচ্ছে, সাবান দিয়ে হাত ধোয়া নিয়মিত, নিয়মিত ১৫-২০ মিনিট পর পর পানি পান করা এবং ঘর, পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এসব ব্যাপার কিন্তু আছে। আমাদের কিন্তু এইসব নিয়ম-কানুনগুলো মেনে চলতে হবে।’ মাশরাফি আরও বলেন, ‘একটা কথা মনে রাখবেন যে, আপনার ঘরের অধিনায়ক কিন্তু আপনি নিজে। আপনি যদি আপনার ঘরের অধিনায়কত্ব ঠিক মতো করতে পারেন, আমি নিশ্চিত যে, এর প্রকোপ কিছুটা হলেও কমাতে পারব। এছাড়া ধ্বংসাত্মক হওয়ার সুযোগ কিন্তু বেশি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে ঘরে থাকুন। প্লিজ, প্লিজ, প্লিজ।’ তিনি যোগ করেন, ‘আপনি নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, আপনার সমাজকে সুরক্ষিত রাখুন। এটা আপনার, আমার, সবার দায়িত্ব। এই মুহ‚র্তে কোনোভাবেই বাইরে আসা মেনে নিতে পারি না কিংবা বিনা কারণে ঘর থেকে বের হওয়া।’ এরআগেও করোনা প্রতিরোধে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ছাড়াও সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার মানুষকে সচেতন করার জন্য সতর্কতাম‚লক পোস্ট করছেন, ভিডিও আপলোড করছেন। SHARES খেলাধুলা বিষয়: