অহেতুক হর্নের শব্দে অতিষ্ঠ ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
মিয়াদ হাসান।। ঢাকার বকশি বাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার পাশেই বকশি বাজার মোড়ে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রার ছাত্রাবাস আল্লামা কাশগরী রহ. হল। ফজরের আজান কানে আসার আগেই ছাত্রদের কানে চলে আসে যানবাহনের হর্নের শব্দ। বকশি বাজার মোড়ে ঢাকা আলির হলে অপর পাশে অবস্থিত ঢাকা মেডিকেলের হল এবং বকশি বাজার মোড়েই অবস্থিত সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ কলেজটিতেও রয়েছে ছাত্রীদের জন্য হলের ব্যাবস্থা। অযথা বা উচ্চ শব্দে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৮৮ ধারায় বলা আছে, উচ্চমাত্রায় হর্ন বাজালে অনধিক তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। ডিএমপির ৯ নির্দেশনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় হর্ন বাজানো যাবে না এ নির্দেশনা থাকলেও কেও মানছে না এ নির্দেশ। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া,ঢাকা এর অন্তগত আল্লামা কাশগরী রহ. হলে অবস্থানরত শিক্ষার্থী রোকনুজ্জামান বলেন আমার সামনে পরিক্ষা কিন্তু এই হর্নের শব্দে আমি পড়তে বসলে বার বার মনযোগ হারাই পড়া থেকে। আমাদের হল থেকে হর্নের শব্দ শোনা যায় সারাখন না পারি ঠিক ভাবে ঘুমাতে না পড়ি ঠিক ভাবে পড়তে। আমাদের জীবন পুরাই অতিষ্ঠ হয়ে গেছে এই হর্নের শব্দে। রোকনুজ্জামানের মতো এরকম অভিযোগ হলে অবস্থানরত সকল শিক্ষার্থীদের। হল প্রসাশান বা মাদ্রাসা প্রসাশন এ বিষয় এখন পর্যন্ত কোন উদ্দ্যেগ গ্রহন করেনি। মাদ্রাসা শিক্ষার্থীরা চায় মাদ্রাসা ও ছাত্রাবাস এড়িয়াতে যেন অহেতুক হর্ন কোন গাড়ি না বাজায়। বকশিবাজার থেকে নিলারচল, মৌমিতা, ঠিকানা ও ডি-লিংক কম্পানির বাস গুলো আজিমপুর নিউমার্কেট হয়ে সাভার যায়। আর এই কম্পানিগুলোর বাস বিকট শব্দে হর্ন বাজায় হলের গেটে বসে। বাসগুলো অতিরক্ত যাত্রীর আশায় অহেতুক হর্ন বাজানো যেন তাদের অভ্যাসে পরিনত হয়েছে। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ছাত্ররা চায় তাদের এড়িয়াতে যেন অহেতুক হর্ন বাজানো বন্ধ হয় সে বিষয় হল প্রসাশন ও মাদ্রাসা প্রসাশন যেন দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেয়। নাক-কান-গলা বিশেষজ্ঞ আর পরিবেশবিদরা বলছেন, আকস্মিক বিকট বা উচ্চশব্দ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অপ্রত্যাশিত বা আকস্মিক উচ্চ শব্দ মানবদেহে রক্তচাপ, হূদস্পন্দন বাড়িয়ে দেয়, শ্রবণশক্তি হ্রাস মাংসপেশি সংকোচন এবং পরিপাকে বিঘ্ন সৃষ্টি করে।