পাঁচবিবির আরজি পাটাবুকায় ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের অর্ন্তগত আরজি পাটাবুকা গ্রামে বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত কাল ১৫ ফেব্রুয়ারী শনিবার আরজি পাটাবুকা ফয়জুন্নেছা সিদ্দিকিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন বড়মানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মকুল। সহ সভাপতির দায়িত্ব পালন করেন আরজি পাটাবুকা জামে মসজিদের সভাপতি ডাঃ মাওলানা ছানোয়ার হোসেন। বাদ আসর শুরু হওয়া উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর,বিশিষ্ট সমাজ সেবক মজলুম জননেতা ডাঃ ফজলুর ররহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আনিছুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মোঃ শাহ আলম সিদ্দিকি। অন্যান্যদের মধ্যে আরো তাফসির পেশ করেন মাওলানা সাজেদুর রহমান, হাফেজ মাওলানা নূরনবী, মাওলানা দেলোয়ার হোসাঈন সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, সাধারণ সম্পাদক আবু হাসান। মাহফিলে অত্র এলাকার শত শত ধর্মা প্রাণ মুসল্লী বৃন্দ অংশ গ্রহণ করেন এবং আখেরী মোনাজাতে অংশ নেন। SHARES ইসলাম বিষয়: