কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, ও তার সহযোগী সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সেচ্ছাসেবী সংগঠন।২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে কয়রা সদরে প্রভাতফেরীর শোভাযাত্রা শেষে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনতায়নে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ রউফ, প্রভাষক মোঃ কামরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, মোস্তফা শহীদ সরোয়ার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি গোলাম রব্বানী, শিক্ষার্থী নাবিয়া তাহসিন প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: