মাধবপুরে পুলিশের অভিযানে এক ছাত্রলীগ নেতা গ্রেফতার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারী) রাত আড়াই টার দিকে মাধবপুর থানার এসআই শাহ নূর এর নেতৃত্বে পুলিশের এক দল উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন এর এক্তিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ার পুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত থানার কার্যক্রম শেষ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।