ধর্ষনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মশাল মিছিল।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
সৌভিক পোদ্দার।।
রাজশাহী রংপুর সহ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে  সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মশাল মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার রাতে শহরের উজির আলী স্কুলের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন বাম গণতান্ত্রিক জোটের ঝিনাইদহ জেলা শাখা।
সেই সময় মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলটির মূল দাবি ছিল গণপরিবহন সহ সর্বত্র নারী নিরাপত্তা নিশ্চিত করা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তনের অপচেষ্টা রুখে দেওয়া এবং সকল নারী বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধ করা। সমাবেশে অংশগ্রহণ করেন বাসদ, সিপিবি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্ট ও সামাজিক ছাত্র ফন্টের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন -বাম গণতান্ত্রিক জোটে ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুর রহমান, পিসিবির জেলা শাখা সাধারণ সম্পাদক স্বপন বাগচী,বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলার প্রতিনিধি শহিদুল এনাম পল্লব, সমাজতান্ত্রিক মহিলা ফ্রেমের জেলা আহবায়ক রুবিনা খাতুন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর জেলা আহ্বায়ক শারমিন সুলতানা,সরকারি কেসি কলেজ শাখার প্রতিনিধি নুসরাত জাহান সাথী সহ অন্যান্যরা।