মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরভাংচুর, নিহত-১।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও চাইনিজ কুড়াল এবং দেশিও অস্ত্র দিয়ে আঘাত করে ৪ জনকে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), রাতে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া পূর্বপাড়াতে এ ঘটনা ঘটে।
ঘটনায় চাইনিজ কুড়াল, হাঁসুয়া, রামদা, লাঠি, সড়কা, কাঠের বাটম ও ইটের আঘাতে বেতবাড়ীয়া পূর্বপাড়ার আব্দুর রশিদ, তিনার স্ত্রী মাহফুজা, ছেলে রাসেল ও সোহেলকে আহত করেন একই পাড়ার শওকত, আসাদ, হাশমত, সালাম, হৃদয়, হানিফ, দুলাল, রাজু, লালনসহ প্রায় ২০/২৫ জনের একটি দল। একই সাথে ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
ঘটনায় আহত রশিদ ও তিনার ছেলে সোহেলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোহেলকে প্রাথমিক চিকিৎসা এবং রশিদের স্ত্রী  মাহফুজাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গত ২৮ ফেব্রুয়ারি গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মাহফুজার মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাংচুরের দৃশ্য চোখে মেলে। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বেশ কিছু দেশীয় অস্ত্র ও লাঠি সোটা শো করেন। যেগুলো হামলাকারীরা ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলে রক্তের দাগও পাওয়া যায়।
বিষয়টি নিয়ে বিবাদীদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। তবে বাদী পক্ষের লোকজন এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানান।