বিয়াঘাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই যখম। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ এস এম পারভেজ তালুকদার।। গুরুদাসপুরে উপজেলার ২ নং বিয়াঘাট ইউনিয়নে পুকুর লিজের টাকা চাওয়া কে কেন্দ্র করে ছোট ভাই রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে বড় ভাই আব্দুস সালাম ও তার দুই ছেলে।রোববার (২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে। গুরুদাসপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন রফিকুলের ছেলে কাওছার আহমেদ শুভ।অভিযোগসূত্রে জানা যায়, বিয়াঘাট মৌজায় যৌথ সম্পত্তির ওপর রফিকুল ও সালামের পুকুর রয়েছে। রোববার সকালে রফিকুল তার অংশের পুকুর লিজের টাকা চাইলে বড় ভাই সালাম টালবাহানা করেন। শুরু হয় বাকবিতণ্ডা ও গালিগালাজ। একপর্যায়ে আব্দুস সালাম (৬৬), তার দুই ছেলে আবাদী হোসেন (৩৯) ও আকরাম হোসেন (৪৪) লাঠিসোটা নিয়ে রফিকুল ইসলামের (৫৮) ওপর হামলা চালান। ছেলে আব্দুল্লাহ আল মুমিত তাকে বাঁচাতে গেলে তাকেও মারপিট করা হয়। মাথায় গুরুতর জখম অবস্থায় রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান রুবেল বলেন, রফিকুলের মাথা ফেটে এক সেন্টিমিটার ডিপ হয়েছে। চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু এখনো ঝুঁকিমুক্ত নন তিনি। অভিযুক্তদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় লোকজন জানায়, পুকুর লিজের টাকা চাওয়ায় রফিকুলকে মারধর করা হয়েছে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন এ ব্যাপারে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: