নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
মো:মিনারুল ইসলাম।।
গতকাল ২ মার্চ রোজ রবিবার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় টেংগা পাড়া রেল স্টেশন এলাকায় রাত ৮ টা সময় রাব্বি মিয়াকে ছুরিকাঘাত করা হয়,পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হলে রাত ১১টা দিকে সে মারা যায়। নিহত রাব্বি মিয়া আনিস মিয়ার ছেলে। আনিস মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী।নিহত রাব্বি বাবার সাথে ব্যবসা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বি মিয়াকে রাত ৮ টার দিকে রেল স্টেশন এলাকায় পুকুর পাড়ে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। রাব্বি প্রাণ বাঁচাতে চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।