মিঠাপুকুরে প্রকাশ্যে ছিনতাই : আড়াই লক্ষাধিক টাকা ও মোবাইল লুট দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ মো:সজল সরকার।। রংপুরের মিঠাপুকুরে দিনদুপুরে সিনেমার দৃশ্যকেও হার মানানো কায়দায় এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নাটকীয় কৌশলে চালানো ছিনতাই! আজ বুধবার (১২ মার্চ) উপজেলার চেংমারী ইউনিয়নের মোসলেম বাজারে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। ভুক্তভোগী বিকাশ এজেন্ট ব্যবসায়ী বাবুল মিয়া প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান “বাবুল টেলিকম”-এ আসেন। ঠিক তখনই ঘটে যায় অবিশ্বাস্য কাণ্ড! তিনি দোকানের তালা খুলতে গেলে দেখতে পান তালাটি কোনোভাবে খুলছে না। অজানা শঙ্কা নিয়ে তালা খোলার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এদিকে, এক অপরিচিত যুবক মোবাইল রিচার্জের অজুহাতে তার পাশে দাঁড়িয়ে তাড়া দিতে থাকে, আর আরেকজন মোটরসাইকেল নিয়ে দূরে অপেক্ষা করছিল। সুপারগ্লু ফাঁদ: ছিনতাইকারীদের নিখুঁত পরিকল্পনা! পরবর্তীতে জানা যায়, তালার ভেতরে পূর্বপরিকল্পিতভাবে সুপারগ্লু লাগানো হয়েছিল, যাতে সহজে খোলা না যায়। তালা খোলার সময় বাবুল মিয়া তার হাতে থাকা মোবাইল ফোন ও টাকার ব্যাগ পাশের একটি বেঞ্চে রেখে মনোযোগ দেন তালার দিকে। ঠিক তখনই চতুর ছিনতাইকারীরা দারুণ দ্রুততায় সেই ব্যাগটি ছোঁ মেরে নেয়! ব্যাগে ছিল আড়াই লক্ষাধিক টাকা ও কয়েকটি দামি মোবাইল ফোন। মুহূর্তের মধ্যে তারা মোটরসাইকেলে চড়ে ফুলবাড়ী অভিমুখে পালিয়ে যায়, আর হতভম্ভ বাবুল মিয়া কিছু বুঝে ওঠার আগেই সব শেষ! চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় উত্তেজনা! এমন অভিনব ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে জড়ো হন উৎসুক জনতা। ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ব্যবসায়ী বাবুল মিয়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রশ্ন রয়ে গেল… বিকাশ এজেন্টদের লক্ষ্যবস্তু করে এভাবে সুপারগ্লুর মতো কৌশল ব্যবহার করে ছিনতাই কি নতুন কোনো অপরাধচক্রের ইঙ্গিত? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কি আরও কেউ এমন ঘটনার শিকার হতে পারে? এমন প্রশ্নের উত্তর সময়ই দেবে, তবে আপাতত মিঠাপুকুরের মোসলেম বাজারের এই ছিনতাই কাহিনি ব্যবসায়ীদের মনে এক অজানা আতঙ্কের ছায়া ফেলে দিয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: