বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলায় আবার ৫ বছরের শিশু ধর্ষণের শিকার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ মোঃ আবু সাঈদ।। আবার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলায় ৫ বছরের শিশু মরিয়মও ছার পেলো না নরপশু মোঃ নুরুল ইসলামের হাত থেকে। গতকাল ১৩ই মার্চ মরিয়মের মা মরিয়ম কে রেখে কাজ করতে গিয়েছিলো ঠিক ঐ সময় টা কে কাজে লাগিয়ে মরিয়ম ও তার সাথে আরও একটি ছোট মেয়েকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণ করার পর মরিয়মের পরিবার কে হুমকি দেয় জদি তারা আইনের আশ্রয় নেয় তাহলে মরিয়ম কে মেরে বাথরুমে রাখবে। ঘটনা জানা জানি হলে গ্রামবাসীরা বলে তাদের নিয়ে বৈঠক বসা হবে এবং বিচার করা হবে আজ রাতে বৈঠক বসার কথা ছিল ভিকটিম উপস্থিত হইলেও ধর্ষক অর্ধেক রাস্তায় এসে পালিয়ে যায়। বর্তমান পুলিশকে খবর দেওয়ায় কাহালু থানার ওসি ভিকটিমের বাসায় যায় এবং তথ্য নেয়। মেয়েটার যোনিপথের আশপাশ ছিলে ও যখম হয়ে খুব ভয়াবহ অবস্থা হয়েছে।এই ঘটনাটি ঘটেছে কাহালু পাইকড় ইউনিয়ন আড়োলা বাজারে দধি সাগর আবাসন প্রকল্পের ভিতরে, ধর্ষকের নাম নুরুল ইসলাম।। এখন পযন্ত কোন মামলা হয়নি, তবে মামলার প্রস্ততি চলছে। এবং শিশু মরিয়ম কে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে এবং চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে।এলাকা বাসির দাবি দূত ধর্ষক নূরুল ইসলাম কে গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং সবউচ্চ সাজা মূত্যদদ্ধ কার্যকর কর। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: