নরসিংদীর মনোহরদীতে দুটি পিস্তল ও গুলিসহ আটক ২ জন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
মো হিমেল মিয়া।।
নরসিংদীর মনোহরদীতে দুটি বিদেশি পিস্তল – গুলি সহ আটক ২ জন।মনোহরদী থানার অফিসার  ইনর্চাজ মুহাম্মদ আব্দুল জব্বার নেতৃত্বে গত  ১৫/৩/২০২৫ রোজ শনিবার একটি মোটরসাইকেল দুটি পিস্তল দুই রাউন্ড গুলি দুই জন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন  মোঃ মামুন প্রধান( ৩৮)শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ) পিতা মমতাজ উদ্দিন প্রধান গ্রাম আশ্রাফপুর শিবপুর ,নরসিংদী
আজম  খান( ২৪) পিতা মৃত দেলোয়ার হোসেন খান মিন্টু গ্রাম   আশ্রাফপুর,শিবপুর নরসিংদী। সে শিবপুর  বাসস্ট্যান্ডের একটি হত্যা মামলার প্রধান আসামি ।নরসিংদিকে  অপারেশন ডিভিল হান্ট এর অংশ হিসেবে  মনোহরদী থানা পুলিশ হাতিরদিয়ার চঙ্গভাঙ্গা নামক স্থান থেকে আটক করে।বর্তমানে আটককৃত ব্যক্তিদ্বয় মনোহরদী থানা পুলিশের হেফাজতে আছে। মনোহরদী থানা পুলিশ কতৃক পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।