৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার করেছে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫ মোঃ রিপন শেখ।। ৪০ বোতল ফেনসিডিলসহ আবু সাঈদ (২৩) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। তার বাড়ি যশোর জেলার বেনাপোল উপজেলার পুটখালী গ্রামে।বুধবার দুপুর ১ টায় দিকে ঢাকা -বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী এলাকার মেঘা ফুড রেস্টুরেন্ট সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পরিবহনের গাড়িটি তল্লাশি চালিয়ে মাদক কারবারি কে তাকে আটক করা হয়। সে যশোরের বেনাপোল থেকে মিজান পরিবহনের বাসে করে একটি স্কুল ব্যাগে করে ফেনসিডিল নিয়ে বরিশাল যাচ্ছিল। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, মাদকসহ আটক আবু সাঈদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ । তাকে গোপালগঞ্জ আদালতে বৃহস্পতিবার (২০ মার্চ) প্রেরণ করা হবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: