অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন নারী সহ আটক ১০জন, উদ্ধার ২০ বোতল ফেনসিডিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

সৌভিক পোদ্দার।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টাকালে ৮জন নারীসহ ১০জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয়েছে ২০ বোতল ফেনসিডিল। শুক্রবার রাত সাড়ে নয়টায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপাইদ গ্রামের আব্দুল বাছেদের ছেলে আনোয়ার হোসেন (৩৩) ও মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের ধ্রুপেন সরকারের ছেলে অনেক সরকার (১৯)। আটক ৮ জন নারীর পরিচয় আইনগত কারণে প্রকাশ করেনি বিজিবি। বিজিবি জানিয়েছে, শুক্রবার বিকেলে সাড়ে ছয়টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার মো. ফেরদৌস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় পাঁচ নারীকে আটক করে বিজিবি সদস্যরা। একই দিন বেলা তিনটার দিকে কুসুমপুর বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অনেক সরকারকে আটক করে বিজিবি। বিকেল সাড়ে পাঁচটার দিকে অপর এক অভিযানে খোসালপুর বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তিন বাংলাদেশি নারীকে আটক করা হয়। আটক বাংলাদেশি নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এদিকে মাটিলা বিওপির হাবিলদার মো. আব্বাস আলীর নেতৃত্বে সীমান্তবর্তী লেবুতলা গ্রামের নদীর পাড় থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক দুই বাংলাদেশির নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া আটক ৮ জন নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।