দিনাজপুরে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ১০ জন আটক, উদ্ধার ২ হাজার ইয়াবা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

মন্ডল মোঃ আলিফ আল মারজান।।

দিনাজপুরে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ১০ জন আটক, উদ্ধার ২ হাজার ইয়াবা। দিনাজপুরের কতোয়ালী থানার পুলিশের অভিযানে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। ২৫ এপ্রিল দিবাগত রাত ১২টার পর শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে “মেডিসিন মার্ট”-এর স্বত্বাধিকারী সুষমসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।