আবারও রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাসী হামলা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫
এস.এম. মাহবুবুল ইসলাম লিটন।।
রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

ভাল্লুকগাছি ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত অমির সরকারের ছেলে আবু বক্কর সিদ্দিক গত ২৯/৪/২০২৫ইং রোজ মঙ্গলবার আনুমানিক বিকেল ৫:৩০ মিনিটে ভাল্লুকগাছি ইউনিয়ন বাজারে বসেছিলেন। এমতাবস্থায়, হঠাৎ রেজাউল করিম তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে এসে আবু বক্কর সিদ্দিককে সন্ত্রাসী কায়দায় হাতুড়ি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাতারি মারধর শুরু করে। আতঙ্কে আবু বক্কর সিদ্দিক আত্মচিৎকার করলে তার এলাকাবাসী এসে তাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে। এ সময়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে ক্ষতবিক্ষত করে। এমতাবস্থায় আবু বক্কর সিদ্দিক অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে তার এলাকাবাসী ভ্যান দিয়ে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এবং কর্তব্যরত ডাক্তার জিয়াউর রহমান, তার চিকিৎসা প্রদান করেন। ডাক্তার জিয়াউর রহমান বলেন, “ভুক্তভোগীর বিভিন্ন জায়গাতে প্রচন্ড আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে যে, তাকে লোহার রড, হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তার বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করার চিহ্ন পাওয়া যায়। আমরা তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রেখেছি এবং তার চিকিৎসা চলমান রেখেছি। আবু বক্কর সিদ্দিক বলেন, “আমি বিকেলে প্রতিদিনের ন্যায় যথারীতি ভাল্লুকগাছি ইউনিয়নের বাজারে অবস্থান করছিলাম। হঠাৎ পিছন থেকে রেজাউল করিম ও তার সাঙ্গ-পাঙ্গ আমাকে মারধর শুরু করে দেয়। আমি আতঙ্কে চিৎকার করে উঠি। এবং প্রচন্ড আঘাতের ফলে আমি অজ্ঞান হয়ে যায়। এরপরে আর কি হয়েছে আমি জানিনা। পরবর্তীতে আমি নিজেকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পাই। এই রেজাউল করিম আওয়ামীলীগ সরকারের আমলে ছাত্রলীগ সংগঠনের সঙ্গে জড়িত থেকে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। এবং বর্তমানে বিএনপির নেতাদের টাকা দিয়ে বিএনপিতে যোগ দিয়ে বিভিন্ন অপকর্ম চলমান রেখেছে। তার অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে সন্ত্রাসী কায়দায় হামলা করে।” এছাড়াও অনুসন্ধানে উঠে আসে ৫ই আগস্টের পরে এই রেজাউল করিম বিএনপির কিছু অসাধু নেতার হাত ধরে বিএনপিতে যোগদান করেন। প্রকৃতপক্ষে, বিএনপিতে যে সকল নির্যাতিত নেতাকর্মী রয়েছে, তাদেরকেই অতর্কিত হামলা করে, জমি দখল করে, পুকুর খনন, চাঁদাবাজি করে এবং আরো অপকর্মের সাথে জড়িত রয়েছে এই কুখ্যাত সন্ত্রাসী রেজাউল করিম। এলাকাবাসী তার প্রতিবাদ করতে গেলে এই সন্ত্রাসী রেজাউল এবং তার বাহিনী এলাকাবাসীকে বিভিন্ন হুমকি ধামকি দেয় এবং এমনকি হত্যার হুমকি দিয়ে থাকে। বাদী আবু বক্কর সিদ্দিক পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুঠিয়া থানার তদন্ত ওসির সাথে যোগাযোগ করলে তদন্ত ওসি বলেন, “উল্লেখিত ঘটনার উপর থানায় একটি অভিযোগ হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহণ করবো।