কেন্দুয়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫ জুয়াড়ি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

কোহিনূর আলম।।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ । বুধবার (৩০ এপ্রিল) এক প্রেস নোট বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানা পুলিশ অফিসার ইনচার্জ মিজানুর রহমান । প্রেস নোটে উল্লেখ করা হয়, গত ২৯/০৪/২০২৫ খ্রি: তারিখ দিবাগত রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ কেন্দুয়া থানাধীন মোজাফরপুর ইউনিয়নের বড়তলা সাকিনস্থ বড়তলা বাজারে জনৈক সোহেল এর চা স্টলে অভিযান পরিচালনা করে, ১। রইতন মিয়া (৬০), পিতা- মৃত সফর উদ্দিন, ২। আলী হোসেন (৪৫), পিতা- মৃত বাবুল মিয়া ৩। সুরুজ মিয়া (৫০), পিতা- মৃত ইসমাইল, ৪। সুজন (৩০), পিতা- মৃত মন মহন, সর্ব সাং-বড়তলা, ৫। কাশেম (৩০), পিতা-ফজলু মিয়া, সাং-গগডা, সর্বথানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনাদের জুয়া খেলার আসর হইতে জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে ।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক ইং-৩০/০৪/২০২৫ খ্রিঃ উল্লেখিত জুয়াড়িদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।