নাটোরের লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মে ৫, ২০২৫ মোঃশাহ্ জালাল মাসিম .. লালপুর উপজেলায় দাবীকৃত চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামী মনি সরদার (৩৩) কে আটক করেছে লালপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মমিনুজ্জামান। লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার (৩রা মে ২০২৫ খ্রিঃ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নাটোর ক্যাম্পের সহযোগীতায় লালপুর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া পদ্মার চর এলাকার অভিযান চাদিয়ে আসামী মনির সরদারকে গ্রেফতার করে। এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদারের গ্রেফতারের খবরে বিলমারিয়া এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির ফিরেছে বলে জানা গেছে। লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, গত রাতে অস্ত্র মামলায় আসামী মনি সরদারকে গ্রেপ্তার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আজ (রোববার) তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: