কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস সহ আটক ১

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫
অরবিন্দু কুমার মন্ডল।।
কয়রার আংটিহারা কোস্টগার্ড ও আন্ধারমানিক বন টহল ফাঁড়ীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংস সহ ১জনকে আটক করেছে। এ সময় হরিণের ১ টি মাথা, হরিণ ধরার ৩ শ মিটার ফাঁদ উদ্ধার করা হয়।
 জানা গেছে, ১৪ সেপ্টেম্বর দিনগত রাত ১ টার দিকে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা গ্রামের রাস্তার উপর থেকে এই হরিণের মাংস সহ তাকে আটক করা হয়েছে। আটককৃত হরিণ শিকারী হলেন, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর পুত্র মিজানুর রহমান (৩০)।
আন্ধারমানিক বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।