ঠাকুরগাঁও এর রাণীশংকৈল উপজেলার নেকমরদ গরুর হাটে দাপটের সঙ্গে ক্ষমতা দেখিয়ে প্রকাশ্যে ক্রেতাদের নিকট হতে গরুর লেখাই বাবদ ৩০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা করে নেওয়া হচ্ছে প্রতি গরুতে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৪ মোঃ জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও এর রাণীশংকৈল উপজেলার নেকমরদ গরুর হাটে দাপটের সঙ্গে ক্ষমতা দেখিয়ে প্রকাশ্যে ক্রেতাদের নিকট হতে গরুর লেখাই বাবদ ৩০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা করে নেওয়া হচ্ছে প্রতি গরুতে। কোরবানির গরু কিনতে এসে ক্রেতারা পড়েছেন বিপাকে। অনেকেই আবার বলছেন ৮০_৯০হাজার টাকায় গরু কিনে ৫৫০টাকা দিয়ে লেখাই করা আটকে থাকবে না। এভাবে অতিরিক্ত টোল আদায় করলেও বাজারে বিষয়টা দেখার কেউ নেই। গতকাল একই উপজেলার কাতিহার গরুর হাটেও ৫৫০ টাকা করে টোল নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ গরু ক্রেতা ও ব্যবসায়ীরা। এ ব্যাপারে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল হাসানকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। SHARES জেলা/উপজেলা বিষয়: