লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪ সাজ্জাদ হোসেন। ৬০ টাকার নিচে কোন সবজি নেই। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম, ক্রেতারা দিশেহারা।ফরিদপুরের সালথা উপজোলার সদর বাজারে লাগামহীন ঘোড়ার ন্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম, বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, ৬০ টাকার নিচে কোনো সবজি বাজারে পাওয়া যাচ্ছে না। যতই দিন যাচ্ছে সবজি, কাঁচা মরিচের দাম পাল্লা দিয়ে বাড়ছে, কোন পদক্ষেপ নিয়ে ঠেকানো যাচ্ছে না দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতিটি সবজির দাম ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। রবিবার (১৪ জুলাই) উপজেলার সদর বাজারে ঘুরে সরেজমিনে দেখা গেছে, চড়া দামে বিক্রি হচ্ছে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে।বাজারে এমন কোনো সবজি নেই যারা দাম বাড়তি না! বলতে গেলে বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। তুলনামূলক কম দাম বলতে শুধু মাত্র পেঁপে আর মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা। আর বরবটি, টমেটো তো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া সেঞ্চুরি ক্রস করে ১২০-এ গাজর, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সব মিলিয়ে অন্য নিত্যপণ্যের সঙ্গে সব সবজির দামও বলতে গেলে আকাশছোঁয়া।এ ছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি ৩২০ টাকা কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, প্রতি কেজি দেশী রসুন ২০০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা, চায়না আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের হালি হাফ সেঞ্চুরি ছুঁয়েছে। পাড়া-মহল্লার দোকানে ৫২ টাকা হালিও বিক্রি হতে দেখা গেছে।সালথার সদর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মো:ওহিদুল বলেন, মাছ-মাংসে তো আমরা সাধারণ ক্রেতারা হাত দিতেই ভয় পাই। এখন আবার সবজির দামও বাড়তি, বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। আগে যে সবজি কিনেছি এক কেজি সেটা দামের কারণে বাধ্য হয়ে এখন আধা কেজি কিনি। সব ধরনের সবজির দাম যদি এত বাড়তি হয়, তাহলে আমাদের মতো সাধারণ ক্রেতারা এগুলো কীভাবে কিনবে? সালথা সদর বাজারের কাঁচা ব্যবসায়ী শহিদুল হোসেন বলেন, বৃষ্টিতে অনেক সবজি খেতের ক্ষতি হয়েছে। তাই কৃষকরা সবজি কম নিয়ে এসেছেন। আর সবজি কম পাওয়া গেলে দাম একটু বাড়েই। তিনি বলেন, বেশি দামে কেনা বলে সবজির দাম একটু বেশি রাখতেই হচ্ছে। এখানে আমাদের কোনো হাত নেই। সাচ্চু সর্দ্দার নামে এক ক্রেতা বলেন, বৃষ্টি হোক বা যাই হোক, কোনো অজুহাত থাকলে বাজারে পণ্যের দাম বাড়বে এটা স্বাভাবিক ঘটনা হয়ে দাড়িয়েছে। বিক্রেতারা দাম বাড়ানোর জন্য শুধু অজুহাত খোঁজে। বাজারে ইলিশ মাছের দামও বেশি। ছোট জাটকা ইলিশও ৭০০ টাকায় কেনা যাচ্ছে না। ৮০০ গ্রাম সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়। আর এক কেজি সাইজ বা তার থেকে বেশি হলে দাম পড়ছে ১৮০০ থেকে দুই হাজার টাকা। SHARES সারা বাংলা বিষয়: