করোনার মধ্যেও মৃত গরু জবাইয়ের চেষ্টা, কসাইয়ের জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ দিনাজপুরের ফুলবাড়ীতে মৃত গরু জবাইয়ের চেষ্টায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ২১ মার্চ শনিবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম গৌরীপাড়া এলাকার ছোট যমুনা নদীর পাড়ের কসাই খানায় এ ঘটনাটি ঘটে। পৌর এলাকার চাঁদপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে কসাই আব্দুর রাজ্জাক একটি রোগ আক্রান্ত বকনা গরু এনে কসাই খানায় জবাই করার সময় গরুটি মারা যায়। এরপরেও সে গরুটি জবাইয়ের চেষ্টা করে। এ সময় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাকে বাঁধা দেয়। পরে পুলিশ, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,স্যানেটারী ইন্সপেক্টর জগদিশ চন্দ্র রায় ঘটনা স্থলে গিয়ে মরা গরুটি মাটিতে পুতে ফেলে। একই সঙ্গে ওই কসাইকে আটক করেন। ২২ মার্চ রবিবার দুপুরে মৃত গরু জবাইয়ের চেষ্টা করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ২০০৯সালের ৪৫ধারায় অভিযুক্ত কসাই আব্দুর রাজ্জাকের কাছে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।বিষয়টি ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন। SHARES জেলা/উপজেলা বিষয়: