কেন্দুয়ায় আনিকা অটো রাইস মিল বন্ধ, কোটি টাকা নিয়ে পলাতক মালিক।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চিরাং বাজারের আনিকা অটো রাইস মিলের মালিক ফোরকানুজ্জান শোকন ধান ব্যবসায়ী পাওনাদারদের টাকা পরিশোধ না করে মিলটি বন্ধ করে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
গত রবিবার (১৬ ফেব্রুয়ারী) ধান ব্যবসায়ী ও পাওনাদার ৭জনকে সাক্ষী করে আরেক ধান ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অগ্রণী ব্যাংক ম্যানেজার বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, ফোরকানুজ্জান শোকন অগ্রণী ব্যাংক কেন্দুয়া শাখা থেকে প্রায় ৭৩/৭৪ লক্ষ টাকা ঋণ  নিয়েছিলেন । ঋণের বিপরীতে মিলটি ব্যাংকের কাছে মর্টগেজ রাখা হয় । কিন্তু ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকা সত্ত্বেও তিনি ব্যাংকের টাকা বুঝিয়ে দেন নি । এ ক্ষেত্রে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ আনিকা রাইস মিলটি নিলামে তোলার জন্যে গত ১৭/২১ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করেন । অন্যদিকে এই ফোরকানুজ্জান শোকন ধান ব্যবসায়ীদের প্রাপ্য প্রায় কোটি টাকাও পরিশোধ করেন নি । পালিয়ে বেড়াচ্ছেন প্রায় কয়েক মাস যাবত। অভিযোগে উল্লেখ করা হয় যে, ক্ষতিগ্রস্ত ধান ব্যবসায়ীরা অর্থ ফেরত পাওয়ার জন্য দরবার শালিসি করলে, অভিযুক্ত মিল মালিক টাকা দেয়ার কথা বলে পরবর্তীতে পালিয়ে যায় । ফলে পাওনাদার ব্যবসায়ীরা চরম হতাশায় পড়েছেন । তাই তারা দাবি করেন, যদি মিলটি নিলামে তোলা হয় তাদের পাওনা টাকার বিষয়টি যেনো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় । অন্যথায় তাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে । ব্যবসায়ীদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা প্রতিনিয়ত ফোরকানুজ্জান শোকনের সাথে কাজ করতাম । তার উপর বিশ্বাস ছিলো, কিন্তু এখন এই পরিস্থিতিতে আমরা দিশেহারা । ব্যাংক যদি শুধু ঋণ আদায় করে আর আমাদের টাকা না দেয়, তবে আমাদের অবস্থা খুবই খারাপ হবে ।” কেন্দুয়া, অগ্রণী ব্যাংক পিএলসি, হেড অব ব্রাঞ্চ ও এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমরা নিলাম কল করেছিলাম । কিন্তু এতে কেউ অংশগ্রহণ করেন নি । এখন মামলা প্রক্রিয়াধীন । পাওনাদারদের টাকা আদায়ের ক্ষেত্রে ব্যাংকের করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ক্ষেত্রে আমাদের কিছু করার সুযোগ নেই । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি । বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে । তিনি আরো বলেন, যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে ।