ঢাকা আলিয়ার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলে মাদ্রাসা প্রশাসন তার বিরুদ্ধে নিবে আইনী ব্যবস্থা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ গতকাল ১৭-০২-২০২৫ ইং তারিখে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবীরের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বলা হয় কোন গোষ্ঠী বা ব্যাক্তি যদি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা এর নামে ফেইক পেইজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে মাদ্রাসা প্রশাসন। নোটিশে আরও বলা হয় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা অথবা ঢাকা আলিয়া অথবা আলিয়া মাদ্রাসা, ঢাকা ইত্যাদি নাম ব্যবহার করে ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ অথবা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাবহার করে যদি কোন ব্যাক্তি বা গোষ্ঠী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা এর নামে কোন প্রকার অপপ্রচার চালায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে মাদ্রাসা প্রশাসন। প্রফেসর মোঃ আশরাফুল কবীরের স্বাক্ষরিত নোটিশে আরও বলা হয় যারা ঢাকা আলিয়ার নাম ব্যাবহার করে বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে আইডি, পেইজ অথবা গ্রুপ খুলেছে তারা যেন আগামী ২৭-০২-২০১৫ইং তারিখের মধ্যে তাদের আইডি গুলো মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। না হয় তাদের বিরুদ্ধেও মাদ্রাসা প্রশাসন অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাক্তি ও গোষ্ঠী ঢাকা আলিয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে বিভিন্ন দরনের অপপ্রচার চলাচ্ছে যা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা এর ভাবমূর্তি নষ্ট করে তাই এই উদ্যোগ গ্রহণ করেছে আলিয়া মাদ্রাসা প্রশাসন। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ঢাকা আলিয়ার সাধারণ শিক্ষার্থীরা। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: