গাংনীতে স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে আব্দুল্লাহ আল বাকী (১৪) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে। নিহত আব্দুল্লাহ আল বাকী গাংনী উপজেলার রামনগর গ্রামের মহাসিন আলীর ছেলে এবং সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রামের জন্য টাকা না দেওয়ায় গত দুইদিন ধরে অভিমান করে সে স্কুলে যায়নি। আজ ২১শে ফেব্রুয়ারির প্রোগ্রাম শেষে বাসায় এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এবিষয়ে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আবু জাফর বলেন, “কোনো দিবস পালনের জন্য আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয় না। কলেজের অর্থায়নে সকল দিবসের কার্যক্রম সম্পাদিত হয়। কেউ যদি বলে টাকা নেওয়া হয়েছে, তাহলে তা সম্পূর্ণ মিথ্যা।” গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, “আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: