ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেহেরচন্ডী এলাকার ‘তুহিন ছাত্রাবাসে’ এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহাবুবুর রহমান।

তিনি বলেন, ‘ঘটনাটি সোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা প্রথমে পুলিশকে খবর দিয়েছিলাম। এটি একটি দুঃখজনক ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা জোরদার করার পরিকল্পনা করছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়।’ জানা গেছে, নাম মো. সিফাত সিফাতুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি বরগুনার বামনা উপজেলার ছনবুনিয়া গ্রামে। স্থানীয়রা জানান, সিফাত তার রুমে একা ছিলেন এবং সন্ধ্যার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। আত্মহত্যার সঠিক কারণ এখনও অস্পষ্ট, তবে আশপাশের ছাত্রদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনাটি তদন্তে সহযোগিতা করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।