শৈলকুপায় তিন খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া, একই দিনে উপজেলা অফিসার্স ক্লাবের পিকনিক নিয়ে ক্ষোভ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
গতকাল রাতে ঝিনাইদহের শৈলকুপায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু একই দিনে শৈলকুপা অফিসার্স ক্লাবের সদস্যরা কুষ্টিয়ার বাইপাস এলাকায় রোজভ্যালি পিকনিক স্পটে এক পিকনিকের আয়োজন করে ।সদস্যদের আনন্দ-উল্লাসে পিকনিকের আয়োজন নিয়ে শৈলকুপার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীদের গুলিতে শৈলকূপা উপজেলার তিনজন নিহত হন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই শৈলকুপা অফিসার্স ক্লাবের সদস্যরা পিকনিকের আয়োজন করেন। যেখানে গান-বাজনা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে একটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, সেখানে সরকারি কর্মকর্তাদের এমন আনন্দ-উল্লাস সংবেদনশীলতার অভাব প্রকাশ করে। উল্লেখ্য এই অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস , এসি ল্যান্ড সিরাজুস সালেহীন সহ উপজেলার সকল কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শৈলকুপার সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় শৈলকুপার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।