সাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংশ্লিষ্ট উপজেলা আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এই আদেশ দেন। এর আগে, পুলিশ চয়ন ইসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। শাহজাদপুর আমলী আদালতের সিএসআই মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৯ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকা থেকে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন, ১০ ফেব্রুয়ারি, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের দুটি বাড়ি ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাদের শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১১ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর থানা পুলিশ চয়ন ইসলামকে আমলী আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে সেদিন আদালত শুনানি না নিয়ে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং ২৭ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন। চয়ন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের  প্রফেসর ড. মাজহারুল ইসলামের ছেলে। এখন, আদালতের নির্দেশনা অনুযায়ী, চয়ন ইসলামকে নির্ধারিত ৩ দিনের রিমান্ডে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে।