সরিষাবাড়ীতে শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে পরামান্দপুর এলাকার ধানক্ষেত থেকে শারীরিক প্রতিবন্ধী মমিন মিয়া(১৮) নামে এক প্রতিবন্ধী লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত প্রতিবন্ধী মমিন মিয়ার বাড়ি পাশের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুর্শিদি ইউনিয়নের ঝোকনা গ্রামের ভ্যানচালক মোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরামান্দপুর গ্রামের মামা রফিকুল ইসলামের বাড়িতে ভাগিনা প্রতিবন্ধী বৃহস্পতিবার রাতে বেড়াতে আসেন। পরে মামার  বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পথে বাড়ির পাশে   মুশুদি  এলাকায় গান শুনতে যায় ‌। পরে রাতে আর প্রতিবন্ধী মমিন বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর আজ বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার পরামান্দপুর  এলাকার ধানক্ষেতে মুমিনের লাস্ট দেখতে পায় এলাকাবাসী। পরে নিহতের পরিবারের লোকজন খবর পেয়ে শারীরিক প্রতিবন্ধী মমিনের লাশ সনাক্ত করেন। পুলিশকে খবর দেওয়া হলে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মুমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মুমিনের বাম চোখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল। নিহতের মামা রফিকুল ইসলাম বলেন, রাত ৮ টায় আমাদের বাড়ি থেকে মমিন রাতের খাবার খেয়ে নিজ বাড়ি মুশুদির উদ্দেশ্যে রওনা দেয়। পরে আর বাড়ি ফেরেনি। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে নিহত মুমিনের লাশ সনাক্ত করি। আমার ভাগিনা মমিনকে দুর্বিতরা চোখে ও গলায় আঘাত করে হত্যা করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মরগে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন অভিযোগ পেলে তদন্ত করে মামলা নেওয়া হবে।