মহিপুরে গাজাসহ থানা পুলিশ গ্রেপ্তার করেছে এক যুবককে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

ফোরকানুল ইসলাম।।

পটুয়াখালীর মহিপুরে ৫০০ গ্রাম গাজাসহ জিএম জসিম নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে মহিপুর সদর ইউনিয়নের ওয়াপদা কলোনীর গরুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়ন ছাত্রদলের ও যুবদলের নেতাকর্মীদের সহযোগীতায় রাত ৯ টার দিকে মহিপুর গরুর বাজার এলাকায় তার নিজ বাসা থেকে গাজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সবুজ পলিতে মোড়ানো এবং সাদা কাগজের রাখা ৫০০ গ্রাম গাজা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সে একাধিক মাদক মামলার আসামী। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, মহিপুর এলাকার চিহ্নিত মাদককারবারী জসিম ওরফে জিএম জসিম কে রাতে ৫০০ গ্রাম গাজাসহ আটক করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।