ঝিনাইদহে মহেশপুরী ইটভাটায় ভাগ্যবান আদালতের অভিযান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

সৌভিক পোদ্দার।।

ঝিনাইদহের মহেশপুরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ টি ইট ভাটাই দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (০৮ মার্চ) দুপুরে মহেশপুরে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। উপজেলার ফতেপুর এলাকায় অবস্থিত এ কে ব্রিকস ও মেসার্স অন্তরা ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা। সে সময় অবৈধভাবে ইট তৈরির অভিযোগে এ কে ব্রিকস এ ৫০ হাজার ও মেসার্স অন্তরা ব্রিকস এ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।অভিযানে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমান উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করা হয়।