লালপুর উপজেলার ধুপইল বাজার মনিটরিং করার সময় গোখাদ্যের দোকানে ভেজাল খাদ্য পাওয়া জরিমানা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

মোঃ শাহ্ জালাল।।

লালপুর উপজেলার ধুপইল বাজার মনিটরিং করার সময় গোখাদ্যের দোকানে ভেজাল খাদ্য বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রিঃ) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান   এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল পশু খাদ্য বিক্রয়ের জন্য মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একজনকে ১৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে লালপুর থানার পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।