তুচছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ আনোয়ারা প্রতিনিধি।। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টিউবওয়েলের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার হামলায় সালামত আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়। মঙ্গলবার (১১ মার্চ) আনুমানিক ৪ টায় উপজেলার বটতলী ইউনিয়নে চাপাতলী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের পুত্র। ঘটনার বিষয়ে নিহতের একমাত্র ছেলে আব্দুর রহমান (১৮) জানান, “আমাদের টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ স্থাপনের বিষয়ে আমার চাচার পরিবারের সাথে ঝগড়া হয়। সর্বশেষ আজ সকালে সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপনে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আমার আব্বু পাইপ স্থাপন করতে গেলে আমার চাচা মোহাম্মদ আলী (৬০), চাচী সাজিয়া বেগম (৪৫), চাচাতো ভাই এমরান (২৮), রুবেল (৩২) ও আরফাত (১৯) আমার আব্বুকে লোহার রড দিয়ে হামলা করে। এসময় গুরুতর অবস্থায় আব্বুকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।” বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. মনির হোসেন জানান, ” এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে, সাজিয়া বেগম নামের ১ জনকে গ্রেফতার করা রয়েছে।” SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: