কালিগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করার চেষ্টা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫
শ্যামল কুমার মন্ডল।।

গতরাতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নলতা ইউনিয়নের ইন্দ্রনগরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র সাইফুল ইসলাম( ১৭)কে জবাই করে হত্যা করার চেষ্টা করেছে একই গ্রামের রেজাউল পাড়ের পুত্র অমিত পাড়(১৯) । সাইফুল সন্ধ্যায় ইন্দ্রনগর হুসাইনিয়া জামে মসজিদ থেকে ইফতার করে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত অমিত রাস্তায় তাকে একা পেয়ে পিছন দিক থেকে ধরে মাটিতে ফেলে এলোপাথাড়ি চুরির আঘাত করে। সাইফুলের পিঠে এবং ঘাড়ে অসংখ্য ছুরির আঘাত করেছে অমিত। পরবর্তীতে জবাই দেওয়ার উদ্দেশ্যে তার গলা চেপে ধরে ছুরি দিয়ে গলায় আঘাত করতে গেলে সাইফুল চিৎকার করে ওঠে। সাইফুলের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে অমিত তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ছুরির আঘাতে সাইফুলের গলার কিছু অংশ কেটে গেলে স্থানীয় লোকজন সাইফুলকে কে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়ে দেয়। তখন সাইফুলের সর্বাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী কালিগঞ্জ থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর কাছে অমিত সম্পর্কে জানতে চাইলে বলেন,অমিত সব সময় মাদক সেবন করে এবং এ ধরনের কাজের সাথে সে প্রায় লিপ্ত থাকে। এ ধরনের কার্যকলাপের জন্য এলাকাবাসী তার সঠিক বিচার করে শাস্তির দাবি জানিয়েছে।