ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

আবুল হাসনাত আশেক।।

ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানী (২৬) গ্রেফতার হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে তাকে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব গ্রেফতার করে। শেখ মঞ্জুরে মাওলা ফারানী জেলার মেড্ডা এলাকার মামুন মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শেখ মঞ্জুরে মাওলা ফারানী ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। ৪ আগষ্ট ছাত্র জনতার ওপর গভ. মডেল গালস স্কুলের সামনে মেয়েদের ওপর লাঠি,স্টাম্প ও রাম দা দিয়ে আক্রমণ করেছে যার নেতৃত্ব দেয় ফারানী এই অভিযোগ তোলেছে ব্রাহ্মণবাড়িয়া’র ছাত্র জনতা। বুধবার বিকেলে ভাদুঘর থেকে র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে এবং রাতে থানায় হস্তান্তর করে। তাকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালতে পাঠানো হবে।