লালপুর থানার ওসিসহ ৪ পুলিশকে সারদহ পুলিশ লাই প্রত্যাহার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

শাহ্ জালাল মাসিম।।

লালপুর থানার ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। লালপুর থানায় সংঘটিত ঘটনার জন্য লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ও দায়িত্বরত একজন উপপরিদর্শক(এএসআই) এবং দুজন কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, যাঁরা সরকারি কাজে বাধা দিয়ে আসামি ছিনতাই করেছেন তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।